হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। আজ শনিবার সকালে তারা এই বিক্ষোভ করেন। এ সময় শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। 

পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ী এলাকার ন্যাশনাল কেমিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারখানাটি শ্রমিকদের চলতি বছরের এপ্রিল ও মে মাসের বেতন না দিয়ে কারখানাটি বন্ধ (লে অফ ) ঘোষণা করে। 

এ কারণে কারখানার শতাধিক শ্রমিক আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কারখানার গেটের সামনে সমবেত হয়। তারা সেখানে কিছু সময় বিক্ষোভ করে। পরে শ্রমিকরা মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসার চেষ্টা করে। 

এ সময় শিল্প পুলিশ ও মহানগর পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরে তারা বন্ধ কারখানার সামনে অবস্থান নেয়। 

গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, এ কারখানার বিষয়টি পুরনো। শ্রমিকেরা মাঝে মাঝেই আন্দোলন করার চেষ্টা করে। শ্রমিকেরা সবাই আসে না। শনিবার সকালে একশর মতো শ্রমিক সমবেত হয়ে বিক্ষোভ করে। পরে তারা কারখানার পাশেই মহাসড়কে আসার চেষ্টা করলে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকরা আজ শনিবার সকালে কারখানার সামনে সমবেত হয়। তারা বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানায়। পরে তারা মহাসড়কে আসার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়।

শ্রমিকদের দাবির বিষয়ে কারখানার মালিক এম এন এইচ বুলুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা