হোম > সারা দেশ > গাজীপুর

স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে আম্বিয়া খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত জখম মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ঘাতক স্বামীকে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার সকালে শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামের জনৈক রুবেলের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ। নিহত গৃহবধূ আম্বিয়া খাতুন (৪৫) উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মো. আসাদুল্লাহর স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামের জনৈক রুবেলের বাড়িতে থাকতেন। ঘাতক স্বামী আসাদুল্লাহ একই এলাকার আব্দুল মতিন আকন্দের ছেলে।

স্থানীয় বাসিন্দা রিনা আক্তার বলেন, ‘এটি আসাদুল্লাহর দ্বিতীয় স্ত্রী। সে নাকি আরেকটি বিয়ে করছে, এ নিয়ে দ্বিতীয় স্ত্রী আম্বিয়ার সঙ্গে মাঝেমধ্যে ঝগড়া হতো। গতকাল (শুক্রবার) রাতেও তাদের মধ্যে পারিবারিক কলহের কারণে ঝগড়া হয়। এ সময় স্ত্রীকে মারধর করে। এরপর রাতের খবর বলতে পারব না। সকালে মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন।’

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়রা সকালে পুলিশকে ফোন করে একটি মরদেহের খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত করে জানতে পারে নিহত গৃহবধূর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী পলাতক রয়েছেন। এরপর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্বামীকে আটক করে। এটি একটি হত্যাকাণ্ড, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ