হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর-৩: নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের নৌকা মার্কার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে গোসিঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডর পূর্ব বেড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

অটোরিকশা চালক মো. রুবেল মিয়া বলেন, ‘আমি আওয়ামী লীগের নির্বাচনী অফিসের পাশে একটি দোকানে অটোরিকশা চার্জ দেয় নিয়মিত। রাত আনুমানিক তিনটার দিকে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। এরপর পোড়া গন্ধ পেয়ে দোকান খুলে বাইরে বের হয়ে অফিসে আগুন জ্বলতে দেখি। পরবর্তীতে আশপাশের দোকানদারদের ডেকে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করি। কে বা কারা আগুন দিয়েছে আমি দেখিনি।’

গোসিঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মানিক সরকার আজকের পত্রিকাকে বলেন, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী রুমানা আলী টুসি। গত কিছুদিন যাবৎ নৌকা প্রতীকের পোস্টার বিভিন্ন এলাকা থেকে ছিঁড়ে ফেলা হচ্ছে। এই বিষয়টি আমি স্বতন্ত্র প্রার্থীর লোকজনকে অবহিত করি। তবুও পোস্টার ছিঁড়ে বন্ধ হয়নি। গত রাতে স্থানীয় দোকানদার অফিস পোড়ানোর বিষয়টি জানালে আমি নেতাকর্মীদের নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। এরপর পুলিশকে ফোন দেয়।’

তিনি আরও বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের লোকজন এই কাজ করছেন। এ বিষয়ে আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’

এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজকে (ট্রাক) একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।

শ্রীপুর পৌর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মো. নূরু আলম মোল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কোনো কর্মী–সমর্থক অফিসে আগুন দেয়নি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে।

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে