হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান হলেন প্রতিমন্ত্রী রুমানার বড় ভাই

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামিল হাসান দুর্জয়। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই। 

গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে ১৪৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীক নিয়ে ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল জলিল আনারস প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট। 

নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করে। প্রচার-প্রচারণার শেষ দিনে উচ্চ আদালত থেকে তিনি প্রার্থিতা ফিরে পান। 

এ ছাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাসির মোড়ল। তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বই প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আহসানউল্লাহ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৭৩৫ ভোট। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সানজিদা রহমান। তিনি সেলাই মেশিন প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৯২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হালিমা খাতুন মৌসুমি কলস প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮১৮ ভোট।

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই