গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বেলা আড়াইটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১০ মে আজকের পত্রিকায় ‘চাঁদা না পেলেই মামলা দেন তিনি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর থেকেই সাবেক এ বিএনপি নেতা পলাতক ছিলেন। তিনি গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য পদে রয়েছেন।
পুলিশ জানায়, আজ দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি রিসোর্টে অবস্থান করছিলেন জিয়াউল হক স্বপন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
পুলিশের তথ্য বলছে, জিয়াউল পেশায় একজন আইনজীবী। তিনি সাবেক বিএনপি নেতা পরিচয়ে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও বিএনপি নেতা-কর্মীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামি করে আদায় করতেন মোটা অঙ্কের টাকা। স্বপনের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা হত্যার চেষ্টা মামলায় আসামি হিসেবে নাম রয়েছে।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত বিএনপি নেতার বিরুদ্ধে থানায় চারটি চাঁদাবাজির মামলা রয়েছে। আজ তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।’