হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে এএসপিসহ বেশ কয়েকজন আহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বিভিন্ন এলাকায় সাময়িক বন্ধ থাকার পর আজ শনিবার প্রায় সব পোশাক কারখানা খুলেছে। কারখানা খুলে দেওয়ার পর আজ আবার কয়েকটি স্থানে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকেরা। এ সময় গাজীপুরের সদর উপজেলার নতুন বাজার এলাকায় শ্রমিক–পুলিশ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বাজার এলাকায় আজ সকালে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন এসএম নিট গার্মেন্টসের শ্রমিকেরা। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকদের ছোড়া ইটে শিল্প পুলিশের এএসপিসহ এক পরিদর্শক আহত হন। জবাবে পুলিশের ছোড়া টিয়ারশেল ও রাবার বুলেটে কয়েকজন শ্রমিক আহত হন। 

পুলিশ জানায়, আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পরে পুলিশ শ্রমিকদের নিবৃত্ত করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেলসহ গুলি ছুড়লে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ-২–এর শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ, পরিদর্শক আবদুর নুরসহ কয়েকজন আহত হন। তবে এ ঘটনায় আহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।

সহকারী পুলিশ সুপার মো. আসাদ বলেন, ‘আমরা প্রথমে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু তাঁরা আমাদের কথা না শুনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পরিদর্শক আবদুর নুর ও আমি গুরুতরভাবে আহত হই।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি