হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর-১ ও ৫ আসন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-১ ও ৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন। আজ রোববার বিকেলে তিনি নির্বাচন না করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এম এম নিয়াজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আমার একান্ত ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখানে ভিন্ন কোনো কারণ নেই। কারও কোনো চাপ বা ইশারায় নয়, নিজের ইচ্ছাতেই নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।’

নিয়াজ উদ্দিন আরও বলেন, ‘দুই-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেব। 

সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে গাজীপুরের দুটি আসনে (গাজীপুর-১ ও ৫) মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এ দুটি আসনে জাতীয় পার্টি থেকে আরও দুজন মনোনয়ন জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র বাছাইকালে ঋণখেলাপের কারণে রিটার্নিং কর্মকর্তা গাজীপুর-১ আসনে তাঁর মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন। তবে গাজীপুর-৫ আসনে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে তিনি নির্বাচন কমিশনে আপিল করে গাজীপুর-১ আসনের মনোনয়নপত্রেরও বৈধতা পান। জাতীয় পার্টির অপর প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

প্রতীক বরাদ্দের পরও নির্বাচনে মাঠে সক্রিয় হননি নিয়াজ উদ্দিন। এ কারণে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। তিনি গাজীপুর সিটি করপোরেশনের গত নির্বাচনে জাতীয় পার্টির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছিলেন।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ