হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পানি পান করে এক কারখানায় দুই শতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

কারখানায় সরবরাহকৃত পানি পান করে অসুস্থ হয়ে পড়ায় শ্রমিকদের হাসপাতালে নেওয়া হয়। আজ শনিবার দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে যাওয়ায় কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনার পর আজ শনিবার (১৭ মে) এক দিনের জন্য ওই কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা এলাকায় ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট লিমিটেড (আই সি সি) নামের একটি তৈরি পোশাক কারখানা রয়েছে। এ কারখানায় ৩ হাজার ৪০০ শ্রমিক কাজ করেন। প্রতিদিনের মতো আজ শনিবার সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগদান করেন। পরে কারখানায় সরবরাহ করা পানি পান করে প্রথমে কয়েকজন শ্রমিক পাতলা পায়খানা ও পেট ব্যথায় ভোগতে শুরু করেন। পরে এই সংখ্যা বাড়তে বাড়তে ২০০ ছাড়িয়ে যায়। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, সকালে কারখানায় কাজে যোগদানের পর শ্রমিকেরা পানি পান করে অসুস্থ বোধ করতে থাকেন। অসুস্থতার সংখ্যা বাড়তে থাকলে কর্তৃপক্ষ আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।

তিনি আরও বলেন, ‘আমরা মালিকপক্ষের সঙ্গে সমন্বয় করে অসুস্থ বোধ করা শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করছি। যদি কারও অবস্থা গুরুতর হয়, তাহলে যেন কর্তৃপক্ষ তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে, সে জন্যও চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য