হোম > সারা দেশ > গাজীপুর

চলছে হেদায়েতি বয়ান, আখেরি মোনাজাত ১২টায়

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর ইজতেমা ময়দানে উপস্থিত মুসল্লিদের একাংশ। ছবি: সংগৃহীত

টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ। সকাল থেকে চলা হেদায়াতি বয়ান শেষে দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। এই প্রতিবেদন লেখার সময় তিনি বলেন, এখন হেদায়াতি বয়ান করছেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তাঁর হিন্দি বয়ানের তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। বেলা সাড়ে ১১টার দিকে নসিহতমূলক বক্তব্য দেবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা। তাঁর বয়ানের বাংলা তরজমা করবেন মাওলানা জুবায়ের।

ইজতেমা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এর আগে সকালে যাঁরা ইজতেমা থেকে চিল্লা, তিন চিল্লার জন্য জামাতে বের হবেন, তাঁরা জামাতে গিয়ে কী আমল করবেন এবং মহল্লায় যাঁরা এখান থেকে ফিরে যাচ্ছেন, তাঁরা নিজ এলাকায় গিয়ে কী আমল করবেন সেই দিকনির্দেশনামূলক বয়ান করা হয়।

৫৮তম বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ি (জুবায়ের অনুসারী) নেজামের দুই পর্বের ইজতেমা।

আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর।

কাশিমপুর কারাগার থেকে ২৫ বছর পর মুক্তি পেলেন পাকিস্তানি রইস খান

শ্রীপুরে মধ্যরাতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ৯টি কক্ষ পুড়ে ছাই

কালিয়াকৈরে দুই দিনে পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক অসুস্থ, বন্ধ ঘোষণা

গাজীপুরের শ্রীপুর: দখলের কবলে সুতিয়া মোহনা-চরে প্রাচীর

তুরাগতীরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জোড় ইজতেমা

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৮০ কক্ষ পুড়ে ছাই

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে ‌আতঙ্কে ফের অর্ধশতাধিক পোশাককর্মী অসুস্থ

শ্রীপুরে টিকিট কেটে কমলাবাগান দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শ্রীপুরে ট্রাকচাপায় কিশোর নিহত