হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে কর্মহীন পোশাকশ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কর্মহীন পোশাক শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ বুধবার টঙ্গীর বিসিক পানির ট্যাংক এলাকার এ ঘটনা ঘটে। পরে বেলা একটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা চলে যায়।

শ্রমিকেরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই করায় তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কারখানার চাকরিতে ফিরিয়ে নেওয়া ও পুন নিয়োগের ক্ষেত্রে নারী–পুরুষে সমান অধিকারের দাবি জানানো হয়। এ সময় বিক্ষুব্ধরা বিসিকের শাখা সড়ক অবরোধ করে সড়কে বাঁশ ও কাঠ ফেলে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষোভে যোগ দেওয়া কর্মহীন শ্রমিক রাশেদ বলেন, ‘আমরা চাকরি ফিরে পেতে চাই। আমাদের নিয়োগের ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য চাই না। সমান অধিকার চাই। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় তিন শ কর্মহীন শ্রমিক বিক্ষোভ করেছি। আগামীকাল সকালে একই দাবিতে বিক্ষোভ করা হবে।’

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েকশ শ্রমিক বিসিক এলাকার সড়ক অবরোধ করে সড়কে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বেলা একটার দিকে বিক্ষুব্ধরা সড়ক ছেড়ে চলে যায়।’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ