হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে কর্মহীন পোশাকশ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কর্মহীন পোশাক শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ বুধবার টঙ্গীর বিসিক পানির ট্যাংক এলাকার এ ঘটনা ঘটে। পরে বেলা একটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা চলে যায়।

শ্রমিকেরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই করায় তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কারখানার চাকরিতে ফিরিয়ে নেওয়া ও পুন নিয়োগের ক্ষেত্রে নারী–পুরুষে সমান অধিকারের দাবি জানানো হয়। এ সময় বিক্ষুব্ধরা বিসিকের শাখা সড়ক অবরোধ করে সড়কে বাঁশ ও কাঠ ফেলে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষোভে যোগ দেওয়া কর্মহীন শ্রমিক রাশেদ বলেন, ‘আমরা চাকরি ফিরে পেতে চাই। আমাদের নিয়োগের ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য চাই না। সমান অধিকার চাই। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় তিন শ কর্মহীন শ্রমিক বিক্ষোভ করেছি। আগামীকাল সকালে একই দাবিতে বিক্ষোভ করা হবে।’

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েকশ শ্রমিক বিসিক এলাকার সড়ক অবরোধ করে সড়কে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বেলা একটার দিকে বিক্ষুব্ধরা সড়ক ছেড়ে চলে যায়।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি