হোম > সারা দেশ > গাজীপুর

স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তি, যৌনাঙ্গে আঘাত পেয়ে স্বামীর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে মোবাইল ফোন নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে যৌনাঙ্গে আঘাত পেয়ে আব্দুল জব্বার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আজ সোমবার দুপুরে উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামে এ ঘটনা ঘটে। 

আব্দুল জব্বারের স্বজনেরা বলেন, বেশ কয়েক দিন ধরেই দ্বিতীয় স্ত্রী আছমা খাতুনের (৪০) সঙ্গে আব্দুল জব্বারের ঝগড়া চলছিল। আজ সোমবার দুপুর ১২টার দিকেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ সময় আছমা খাতুনের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। একপর্যায়ে আছমা তাঁর স্বামীর গোপনাঙ্গ চেপে ধরেন। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

নিহতের ছেলে মো. হিরণ ও ওমর ফারুক বলেন, ‘১০-১২ বছর আগে ছোট চাচা মারা যাওয়ার পর চাচিকে বাবা বিয়ে করেন। সৎমায়ের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। আমরা তাঁর বিচার চাই।’ এই ঘটনায় কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে তাঁরা জানান। 

উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শরিফুল হাকিম মোল্লা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্বামীর মোবাইল ফোন তাঁর স্ত্রী আছমা খাতুন নিয়ে যান। স্ত্রীর কাছ থেকে মোবাইল ফোন নিতে যান আব্দুল জব্বার। ধস্তাধস্তির একপর্যায়ে আসমা স্বামীর গোপনাঙ্গ চেপে ধরলে আবদুল জব্বার মারা যান। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা