হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন। আজ ‎বুধবার বিকেলে টঙ্গীর হাজি মাজার বস্তি এলাকার পিমকি অ্যাপারেলস নামক একটি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে ১৮ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন আনিস (৪২), আবু সাইদ (৩৮), সোহেল (৩৪), ফাহিম (২১), ইয়াসিন (২০), আসাদ (২০), ইয়াসিন (১৮), হানিফ (২৫), শুভ (১৯), রানা (১৮), সজিব (২০), উজ্জ্বল রাজ (৩৭), আল-আমিন (৩৫), হাসান (২৪), সবুজ (২৮), লিটন (৩৬), ফেরদৌস (২৫), আলমগীর (৩৫) ও কাউসার (২৮)। তাঁদের মধ্যে আনিস, আবু সাইদ ও সোহেলকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা টঙ্গীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ‎

‎জানা গেছে, ১০ মাস আগে পিমকি অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে ঝুট কিনে নেওয়ার জন্য চুক্তিপত্র করেন নেহাল এন্টারপ্রাইজের মালিক টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ।

এদিকে গতকাল মঙ্গলবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে নতুন চুক্তি করেন ওমর ফারুক নামের এক ব্যবসায়ী। তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের ঘনিষ্ঠজন। নতুন চুক্তিপত্র অনুযায়ী আজ বুধবার কারখানায় মালামাল দেখতে যান ওমর ফারুকের লোকজন। এ সময় বিএনপি নেতা কিরণের লোকজন তাঁদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ‎

‎টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, ব্যবসায়ী ওমর ফারুক কারখানাটির সঙ্গে চুক্তিপত্র অনুযায়ী মালামাল নিতে গেলে রাশেদুল ইসলাম কিরণের অনুসারীরা তাঁদের ওপর হামলা চালান। ‎

‎যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ বলেন, ‘আমার ব্যবসাপ্রতিষ্ঠানের নামে চুক্তিপত্র অনুযায়ী কারখানায় মালামাল পৌঁছে দিতে গেলে সুমন সরকারের লোকজন হামলা চালান।’

এ বিষয়ে ব্যবসায়ী ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সুমন ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিপত্র করেছি। হামলার ঘটনায় থানায় অভিযোগ করব।’ ‎

‎টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘উভয় পক্ষের চুক্তিপত্রের কাগজ যাচাই-বাছাই করে দেখা হবে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।’

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০