হোম > সারা দেশ > গাজীপুর

দেশের মানুষ এখন ভালো আছে: ওবায়দুল কাদের

দেশের মানুষ এখন ভালো আছে। দেশের মানুষ ভালো থাকলে বিএনপির মন খারাপ থাকে। আজ দেশে মেট্রোরেল, গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ছয় লেনের সড়ক, গাজীপুরে ফ্লাইওভারসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। হুমকি দিয়ে বাংলাদেশের উন্নয়ন থামিয়ে রাখা যাবে না। 

আজ বৃহস্পতিবার গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে এসেছেন বলে অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে। শেখ হাসিনা ফিরে এসেছেন বলে সমুদ্র বিজয়, আকাশ বিজয় হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন বলে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে। তিনি এসেছেন বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার হয়েছে। শেখ হাসিনা এসেছেন বলে আজ পদ্মা সেতুর নির্মাণের কাজ শেষ হয়েছে।’ 

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি বর্তমানে পচনশীল একটি দল। বিএনপির রাজপথের আন্দোলনের কথা শুনতে শুনতে ১৩ বছর পার হলো। তারা আর কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে না। ওরা এখন ফেসবুকে আন্দোলনপ্রিয় দল।’ 

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং গাজীপুর-৩ আসেনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য মো. ইকবাল হোসেন অপু, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন নাহার ভুঁইয়া, গাজীপুর জেলা পরিষদের প্রশাসন আকতার উজ্জামন, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ্ খানসহ জেলা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী। 

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ