হোম > সারা দেশ > গাজীপুর

২১ দফা দাবিতে কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

২১ দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন তাঁরা। পরে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানায় ফিরে যান। 

স্থানীয়রা জানায়, আজ সকালে কালিয়াকৈর সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে ২১ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন। আন্দোলনকারীরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীরা পাঁচজন শ্রমিকের পুনর্বহাল, চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, অসৎ কর্মকর্তাদের অপসারণসহ দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। 

বিক্ষোভের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ যানজট সৃষ্টি হলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। 

খবর পেয়ে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছায়। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হলে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে চলে যান। এরপর যানবাহন চলাচল শুরু হয়। 

আন্দোলনকারীরা জানান, তাঁদের প্রধান দাবি হলো–কারখানায় ইতিপূর্বে বরখাস্ত পাঁচ শ্রমিককে পুনর্বহাল করতে হবে, চাকরির স্থায়ীকরণ, বর্তমান বেতনের সমন্বয়, উৎসব ভাতা (ঈদ ও বৈশাখী) সমপরিমাণে প্রদানসহ ২১ দফা। 

তাঁরা আরও জানান, কারখানার কিছু অসৎ কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছেন এবং ন্যায্য পাওনা থেকে তাঁদের বঞ্চিত করছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে নিজেদের অধিকার রক্ষায় বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য