হোম > সারা দেশ > গাজীপুর

সড়ক বিভাজকের মাঝ থেকে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানার পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বাঘের বাজার এলাকার মহাসড়কের বিভাজক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত যুবকের নাম আবু বক্কর (২৫)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গরজা গ্রামের আব্দুল জলিলের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের ওপরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

নিহতের ভাই আ. হালিম জানান, তাঁরা দুই ভাই বাঘের বাজার এলাকার ফুটওভার ব্রিজে থেকে আশপাশে পড়ে থাকা বোতল সংগ্রহ করতেন। তাঁর ছোট ভাই আবু বক্কর মানসিক রোগী ও মাদকাসক্ত ছিলেন। সোমবার রাত ৮টার দিকে তাঁরা একসঙ্গে রাতের খাবার খান। পরে আবু বক্কর বোতল টোকানোর কথা বলে বেরিয়ে যান। তিনি তাঁর ভাইয়ের জন্য ফুটওভার ব্রিজের ওপর বসে থাকেন। অনেক রাত হয়ে গেলেও আবু বক্কর ফিরে না এলে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। আজ ভোর ৬টার দিকে মহাসড়কের ফুটওভার ব্রিজের সড়ক বিভাজকের মাঝে স্থানীয়রা আবু বকরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি