হোম > সারা দেশ > গাজীপুর

সড়ক বিভাজকের মাঝ থেকে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানার পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বাঘের বাজার এলাকার মহাসড়কের বিভাজক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত যুবকের নাম আবু বক্কর (২৫)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গরজা গ্রামের আব্দুল জলিলের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের ওপরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

নিহতের ভাই আ. হালিম জানান, তাঁরা দুই ভাই বাঘের বাজার এলাকার ফুটওভার ব্রিজে থেকে আশপাশে পড়ে থাকা বোতল সংগ্রহ করতেন। তাঁর ছোট ভাই আবু বক্কর মানসিক রোগী ও মাদকাসক্ত ছিলেন। সোমবার রাত ৮টার দিকে তাঁরা একসঙ্গে রাতের খাবার খান। পরে আবু বক্কর বোতল টোকানোর কথা বলে বেরিয়ে যান। তিনি তাঁর ভাইয়ের জন্য ফুটওভার ব্রিজের ওপর বসে থাকেন। অনেক রাত হয়ে গেলেও আবু বক্কর ফিরে না এলে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। আজ ভোর ৬টার দিকে মহাসড়কের ফুটওভার ব্রিজের সড়ক বিভাজকের মাঝে স্থানীয়রা আবু বকরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে।

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য