হোম > সারা দেশ > গাজীপুর

পরীক্ষায় অকৃতকার্য হয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে গাজীপুরের শ্রীপুরে ফারজানা (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সে সদর উপজেলার বানিয়ার চালা গ্রামের মো. সুরুজ মিয়ার মেয়ে এবং শ্রীপুর পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল জয়দেবপুর সদর থানা এলাকায়। মৃতের স্বজনেরা ওই থানায় গিয়েছে। সেখান থেকে প্রাপ্ত নির্দেশনার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্বজনরা আজকের পত্রিকাকে বলেন, ফারজানা চলতি বছর পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। রোববার সে মোবাইলে পরীক্ষার ফল দেখে জানতে পারে, রসায়নে সে অকৃতকার্য হয়েছে। অভিমানে ফাঁকা বাড়িতে ঘরের দরজা বন্ধ করে সে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে নিচে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রীকে বেলা দেড়টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে না পারায় পুলিশে খবর দেওয়া হয়।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি