হোম > সারা দেশ > গাজীপুর

পরীক্ষায় অকৃতকার্য হয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে গাজীপুরের শ্রীপুরে ফারজানা (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সে সদর উপজেলার বানিয়ার চালা গ্রামের মো. সুরুজ মিয়ার মেয়ে এবং শ্রীপুর পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল জয়দেবপুর সদর থানা এলাকায়। মৃতের স্বজনেরা ওই থানায় গিয়েছে। সেখান থেকে প্রাপ্ত নির্দেশনার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্বজনরা আজকের পত্রিকাকে বলেন, ফারজানা চলতি বছর পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। রোববার সে মোবাইলে পরীক্ষার ফল দেখে জানতে পারে, রসায়নে সে অকৃতকার্য হয়েছে। অভিমানে ফাঁকা বাড়িতে ঘরের দরজা বন্ধ করে সে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে নিচে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রীকে বেলা দেড়টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে না পারায় পুলিশে খবর দেওয়া হয়।’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ