গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের নুহাশ পল্লিতে নানা আয়োজনে উদ্যাপন হলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন। কেক কাটা, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মধ্য দিয়ে লেখককে স্মরণ করল তাঁর পরিবার, নুহাশপল্লির স্টাফ ও ভক্ত পাঠকেরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে নুহাশ পল্লিতে হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দুই ছেলে নিষাদ ও নিনিত, নুহাশ পল্লির স্টাফ ও ভক্তরা। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধির পাশেই দোয়া অনুষ্ঠিত হয়। পরে জন্মদিনের কেক কাটা হয়।
হুমায়ূন আহমেদের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে মেহের আফরোজ শাওন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, হুমায়ূন আহমেদের ক্যানসার হাসপাতাল তৈরির যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সম্প্রতি কানাডার একদল চিকিৎসক ও ব্যবসায়ী জানিয়েছেন, তাঁর হাসপাতাল তৈরির বিষয়ে উদ্যোগ নিতে চান, যা আলোচনার একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।
হুমায়ূনপত্নী আরও বলেন, ‘নেত্রকোনায় হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত যে বিদ্যালয় আছে, সেটি ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। বিজ্ঞানের প্রতিযোগিতায়, খেলাধুলায় ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও জেলায় বিশেষ স্থানে রয়েছে বিদ্যালয়টি। সম্প্রতি সরকার বিদ্যালয়ে একটি চারতলা ভবন করে দিচ্ছে। আমরা চেষ্টা করছি, প্রত্যন্ত গ্রামের এই বিদ্যালয়টিকে এখন কলেজে পরিণত করার।’
বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন তিনি।