হোম > সারা দেশ > গাজীপুর

হ‌ুমায়ূন আহমেদের অবর্তমানে তাঁর স্বপ্নের ক্যানসার হাসপাতাল তৈরি চ্যালেঞ্জের: শাওন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের নুহাশ পল্লিতে নানা আয়োজনে উদ্‌যাপন হলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন। কেক কাটা, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মধ্য দিয়ে লেখককে স্মরণ করল তাঁর পরিবার, নুহাশপল্লির স্টাফ ও ভক্ত পাঠকেরা।

আজ সোমবার বেলা ১১টার দিকে নুহাশ পল্লিতে হ‌ুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দুই ছেলে নিষাদ ও নিনিত, নুহাশ পল্লির স্টাফ ও ভক্তরা। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধির পাশেই দোয়া অনুষ্ঠিত হয়। পরে জন্মদিনের কেক কাটা হয়।

হ‌ুমায়ূন আহমেদের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে মেহের আফরোজ শাওন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, হ‌ুমায়ূন আহমেদের ক্যানসার হাসপাতাল তৈরির যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সম্প্রতি কানাডার একদল চিকিৎসক ও ব্যবসায়ী জানিয়েছেন, তাঁর হাসপাতাল তৈরির বিষয়ে উদ্যোগ নিতে চান, যা আলোচনার একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।

শাওন আরও বলেন, ‘হ‌ুমায়ূন আহমেদের যে ক্যানসার হাসপাতাল তৈরির উদ্যোগ ছিল, সেটা তাঁর অনুপস্থিতিতে বাস্তবায়ন করা খুবই কঠিন কাজ। বেঁচে থাকলে হয়তো তিনি ডাক দিলে কাজটা খুব সহজ ছিল। তাঁর অনুপস্থিতিতে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে গিয়েছি, তবে সাড়া পাইনি। এটি আমার একার পক্ষে সম্ভবও নয়। তবে এখনো আমার বিশ্বাস, লেখকের যে স্বপ্ন ছিল এর বাস্তবায়ন হবে। তবে আমার একটি পরিকল্পনা ছিল লেখকের সৌজন্যে একটি জাদুঘর করার, এর প্রক্রিয়া অনেক এগিয়েছে। এর নকশা করা হয়েছে, এটা বানাতে যে বাজেট প্রয়োজন, সেটা জোগাড়ের চেষ্টা হচ্ছে, জাদুঘর হবে।’

হ‌ুমায়ূনপত্নী আরও বলেন, ‘নেত্রকোনায় হ‌ুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত যে বিদ্যালয় আছে, সেটি ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। বিজ্ঞানের প্রতিযোগিতায়, খেলাধুলায় ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও জেলায় বিশেষ স্থানে রয়েছে বিদ্যালয়টি। সম্প্রতি সরকার বিদ্যালয়ে একটি চারতলা ভবন করে দিচ্ছে। আমরা চেষ্টা করছি, প্রত্যন্ত গ্রামের এই বিদ্যালয়টিকে এখন কলেজে পরিণত করার।’

মেহের আফরোজ শাওন আরও বলেন, ‘নুহাশ পল্লিতে হ‌ুমায়ূন আহমেদের সমাধির কাছে এলে যেমন মনে হয় হ‌ুমায়ূন আহমেদ আছেন, তেমনি সব সময় সমাধির কাছে আসতেও হয় না। নুহাশ পল্লির পুকুর ঘাটে বসলে, ঘাসের ওপর হাঁটলে, গাছগুলোর কাছে গেলেও মনে হয় হ‌ুমায়ূন আহমেদ আছেন আমাদের মাঝে।’

বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন তিনি।

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য