হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে শ্রমিকেরা, পুলিশের লাঠিপেটা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈরে একটি বন্ধঘোষিত তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আজ শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঘণ্টাখানেক পর পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিনস লিমিটেড নামের একটি কারখানা গত বছরের ১০ অক্টোবর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানাটির প্রায় দুই হাজার শ্রমিকের কিছু বেতন বকেয়া আছে। এই পাওনা আদায়ের জন্য প্রায়ই বিক্ষোভ করেন শ্রমিকেরা। কিন্তু তা পরিশোধ করা হচ্ছে না। এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০টার দিকে শ্রমিকেরা চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা

খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

মাহমুদ জিনস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) আবু তালেব বলেন, ‘শ্রম আইন অনুযায়ী ১০ অক্টোবর আমাদের কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের অধীনে শ্রমিকদের পাওনা নিষ্পত্তি করা হবে। কারখানা কর্তৃপক্ষের কিছু করার নেই।’

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, শ্রমিকেরা পাওনা আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০