হোম > সারা দেশ > গাজীপুর

আমরা কাপাসিয়ায় প্রমাণ করেছি, আমাদের প্রাণের ভেতরে নৌকা: সোহেল তাজ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের একমাত্র ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমদ সোহেল তাজ বলেছেন, ‘কাপাসিয়ায় প্রমাণ করেছি, আমরা নৌকার ভক্ত, আমাদের প্রাণের ভেতরে নৌকা। কাপাসিয়ায় আমরা প্রমাণ করেছি, সত্যের জয় হবেই হবে। কাপাসিয়ায় প্রমাণ করেছি, কালোটাকা ও অন্যায়ের বিরুদ্ধে এখনো একটা উপজেলা যদি থাকে, সেটা হচ্ছে এই কাপাসিয়া।’

গতকাল রোববার রাতে কাপাসিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাচনী ফলাফল ঘোষণার পর উপস্থিত জনতা ও নেতা-কর্মীদের উদ্দেশে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোহেল তাজ এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন তাঁর বোন ও সংসদ সদস্য এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নৌকা প্রতীকে বিজয়ী সিমিন হোসেন রিমি।

সোহেল তাজ আরও বলেন, ‘গাজীপুরের পাঁচটি উপজেলার মধ্যে কাপাসিয়ায় নৌকা সবচেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছে। এটা আমাদের সকলের অর্জন। এটা আপনাদের সকলের পরিশ্রমের বিনিময়ে অর্জন। এই বিজয় আপনাদের বিজয়। এই বিজয় নৌকার বিজয়। এই বিজয় মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিজয়। এই বিজয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়। এই বিজয়কে আমরা গ্রহণ করে এই কাপাসিয়াকে যেন আরও ভালো করে উন্নত এবং আরও সমৃদ্ধ করতে পারি। এই কাপাসিয়াকে যেন কালোটাকা ও দুর্নীতিমুক্ত রাখতে পারি। এর নেতৃত্ব দেবেন আমাদের সিমিন হোসেন রিমি।’

এ সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিমিন হোসেন রিমি বলেন, ‘দলের নেতা-কর্মীরা যে পরিশ্রম করেছে, এর কোনো তুলনা হয় না। আমাদের যুদ্ধ ছিল দুর্নীতি, অনিয়ম ও অন্যায্যের বিরুদ্ধে। সেই যুদ্ধটা আমরা করেছি ভোটের মাধ্যমে। সে জন্য সবাইকে জানাই অন্তস্তল থেকে কৃতজ্ঞতা।’

তাজউদ্দীনের মেয়ে রিমি আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, এটা বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জন্মস্থান। এখানে যেন অন্যায্য কোনো কিছু না ঘটে। আজ থেকে আমরা যেন আরও নম্র হই এবং ভদ্র হই আমাদের আচার-আচরণে—সবকিছুতেই। মানুষ যদি ভালোবাসা দিয়ে জয় করতে পারে, তাহলে তার হৃদয়ে গাঁথা থাকে। আর যদি মন্দ কথা বলে রাগ করে জিততে পারে, সেটা হয় ক্ষণস্থায়ী। সেটা হচ্ছে বিদ্যুচ্চমকের মতো। আমাদের যা কিছু করতে হবে, ভালো দিয়ে করতে হবে।’

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২