হোম > সারা দেশ > গাজীপুর

একাধিক ভুয়া ফেসবুক আইডি, জিডি করল কাকলি ফার্নিচার

প্রতিনিধি

গাজীপুর: সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশে ভাইরাল হওয়া কাকলী ফার্নিচারের একাধিক ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ খোলা হয়েছে। বিষয়টি নজরে আসায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সোহেল রানা। গত রোববার দিবাগত রাত ১১টায় তিনি শ্রীপুর থানায় জিডি করেন।

সোহেল রানা বলেন, ‘দামে কম, মানে ভালো, কাকলী ফার্নিচার’ স্লোগানের বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে কাকলী ফার্নিচারের নামে একাধিক ফেসবুক আইডি ও পেজ এবং গ্রুপ খোলা হয়েছে। এতে গ্রাহকদের প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ক্ষতি করার উদ্দেশ্যেই তারা এমন কাজ করছে।

সোহেল আরও বলেন, কেউ কেউ ভাইরাল মুহূর্তে শখের বসে, সৎ উদ্দেশ্যে পেজ, আইডি খুলতে পারেন। ওই আইডি, পেজ ও গ্রুপগুলো বন্ধ করতে অনুরোধ জানান তিনি।

গ্রাহকদের উদ্দেশে সোহেল বলেন, প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তাঁদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করে তিনি সচেতন হওয়ার অনুরোধ করেন।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, শ্রীপুরের গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান কাকলী ফার্নিচার এরই মধ্যে দেশ–বিদেশে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণে উৎসুক জনতা এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। আবার এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার জন্যও করে থাকতে পারেন। সব বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি