হোম > সারা দেশ > গাজীপুর

বিদ্যুতায়িত হয়ে পোশাকশ্রমিকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানায় বিদ্যুতায়িত হয়ে সাকিব (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর বড় দেওড়া শিংবাড়ির মোড় এলাকার পাটোয়ারী ফ্যাশন লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। 

নিহত সাকিব টঙ্গীর চণ্ডিতলা বড় দেওড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি ওই কারখানার কোয়ালিটি পদে চাকরি করতেন। 

কারখানা সূত্রে জানা যায়, আজ সকালে কারখানাটির তৃতীয় তলার জানালার গ্লাস লাগালে তা খুলে ঝুলতে থাকে। সাকিব গ্লাসটি ঠিক করতে গেলে পাশে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন এবং বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। এ সময় টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের পুরো শরীর পুড়ে গেছে এবং দুটি হাত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

দুর্ঘটনা সম্পর্কে জানতে কারখানার মালিক জিয়াউর রহমান পাটোয়ারীর মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০