হোম > সারা দেশ > গাজীপুর

৩ শ্রমিকের মৃত্যুর বিষয়ে যা বলছে ওয়ালটন কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইফতার খাওয়ার পর তিন কারখানা শ্রমিকের মৃত্যুর সম্ভাব্য কারণ ব্যাখ্যা করেছে ওয়ালটন কর্তৃপক্ষ। কারখানা থেকে সরবরাহকৃত ইফতার খাওয়ার পর কয়েকজন শ্রমিক বাইরে থেকে কেনা কোমলপানীয় পানের পর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে তিনজনের মৃত্যু হয়—এমনটিই জানিয়েছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের এক কর্মকর্তা। 

আজ রোববার রাত ১০টায় শ্রমিক মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। 

তিন শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে আব্দুল্লাহপুর চন্দ্রা সড়কের যান চলাচল বন্ধ হয়ে বারইপাড়া থেকে কালিয়াকৈরর চন্দ্রা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। 

ঘটনার বিষয়ে জানতে চাইলে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হুমায়ূন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রতিদিন সব কর্মীকে ইফতার সরবরাহ করি। কয়েকজন ইফতার করার পর বাইরে থেকে এক ধরনের কোমল পানীয় কিনে খায়। এরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের আমাদের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।’ 

হুমায়ূন কবির আরও বলেন, ‘ওই কর্মীরা বাইরে থেকে কেনা কী খেয়েছেন সেটির নমুনা আমরা সংগ্রহ করেছি। এই ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।’

পরে কারখানার ডেপুটি অপারেটিভ ডাইরেক্টর মো. সুজন মিয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা যতোদূর জেনেছি, শ্রমিকেরা খাবার খেয়ে নয়, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি