হোম > সারা দেশ > গাজীপুর

ডাকাতির সময় ২ পুলিশ সদস্যকে কুপিয়ে আহত, থানায় মামলা

গাজীপুরের শ্রীপুরে মধ্য রাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির সময় টহলরত দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আন্তজেলা ডাকাত দলের এক সদস্যসহ অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেন শ্রীপুর থানায় উপপরিদর্শক (এসআই) মো. ইসলাম।

মামলার এজাহার নামীয় আসামি হলেন, শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুবেল মিয়া (২৭)। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে এক ডাকাতকে আটক করা হয়েছে। তিনি পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এই ঘটনার সঙ্গে আন্তজেলা ডাকাত দলের যেসব সদস্য জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের হাসিখালি ব্রিজে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করে একদল ডাকাত। এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে কনস্টেবল মো. রুহুল আমিন ও মো. সেলিমকে। তারা দুজন শ্রীপুর থানায় কর্মরত।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ