হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীর ইজতেমা ময়দানের প্রবেশপথে পড়ে ছিল যুবকের লাশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশন রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) শরীফ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিশ্ব ইজতেমা ময়দানের ৭ নম্বর প্রবেশপথের পাশে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত ওই যুবকের বাঁ হাতে ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার পরনে কালো গেঞ্জি ও জিনসের প্যান্ট রয়েছে।

অস্থায়ী দোকানি লালন মিয়া বলেন, বিশ্ব ইজতেমা ময়দানের এই প্রবেশপথ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। পাশেই তুরাগ পরিবহনের স্টেশন রোড ডিপো রয়েছে। রাতে সড়কবাতি না থাকায় জায়গাটি থাকে অন্ধকার। সকাল ১০টার দিকে ময়দানের প্রবেশপথের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর পাঠানো হয়। কয়েক ঘণ্টা পর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, মৃত ওই যুবকের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ নিতে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু