হোম > সারা দেশ > গাজীপুর

বেতন পাননি গাজীপুরের ৫০৮ প্রতিষ্ঠানের কর্মীরা

গাজীপুর প্রতিনিধি

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ সময়ে বাড়ি ফিরছেন মানুষ। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত গাজীপুরের ২০ ভাগ শিল্পকলকারখানায় চলতি মার্চের বেতন পরিশোধ করা হয়নি। বোনাস হয়নি পাঁচ ভাগ কারখানায়। শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের বিভিন্ন ধরনের নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠান রয়েছে ২ হাজার ১৭৬টি। এর মধ্যে গতকাল পর্যন্ত ১ হাজার ৬৬৮টি শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মার্চের বেতন হয়েছে, যা মোট কারখানার শতকরা ৮০ ভাগ। এখনো পর্যন্ত ৫০৮টি প্রতিষ্ঠানে মার্চের বেতন হয়নি।

ঈদ বোনাস দিয়েছে ২ হাজার ৫৫টি প্রতিষ্ঠান, যা মোট কারখানার ৯৫ শতাংশ। ১২১টি প্রতিষ্ঠান এখন পর্যন্ত বোনাস দিতে পারেনি।

জেলার ১ হাজার ৪৭৯টি কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়েছে, যা মোট কারখানার ৬৬ ভাগ। এসব কারখানার শ্রমিকেরা বেতন-বোনাস পেয়ে অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা করেছেন। তবে এখনো বেতন বাকি থাকা প্রতিষ্ঠানগুলো শেষ পর্যন্ত ঈদের আগে বকেয়া পরিশোধ না করলে বিপাকে পড়বেন এসব প্রতিষ্ঠানের কর্মীরা। আজ শনিবার কতগুলো প্রতিষ্ঠান বেতন-বোনাস দিতে পারবে তাও নিশ্চিত নয়। সে ক্ষেত্রে শ্রমিক অসন্তোষের আশঙ্কা রয়েছে।

শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের প্রত্যাশা, বেতন-বোনাস বকেয়া থাকা প্রতিষ্ঠানগুলো আজকের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধে সক্ষম হবে। সে ক্ষেত্রে শেষ মুহূর্তে অনিশ্চয়তা কাটিয়ে হাসিমুখে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি যেতে পারবেন কর্মীরা।

গাজীপুর শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গাজীপুরে বিজিএমইএর সদস্যভুক্ত মোট কারখানা ৭৪৩টি। এর মধ্যে মার্চের বেতন পরিশোধ করা হয়েছে ৫৬২টিতে। বেতন হয়নি ১৮১টিতে। অন্যদিকে, গতকাল পর্যন্ত ঈদ বোনাস হয়েছে ৬৯৯টিতে। আর ৪৪টি কারখানা বোনাস দিতে পারেনি। জেলায় বিকেএমইএর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ১২৪টি। এর মধ্যে ১০০টি মার্চের বেতন দিয়েছে, বাকি ২৪টিতে বেতন হয়নি।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি