বিএনপির ডাকা অবরোধের সমর্থনে গাজীপুরের শ্রীপুরে মাওনা সংযোগ সড়কে মশাল জ্বালিয়ে মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় সংগঠনের শতাধিক নেতা-কর্মী মশাল মিছিলে অংশ নেন।
আজ শনিবার রাতে শ্রীপুর পৌর শহরের শ্রীপুর-মাওনা সংযোগ সড়কে ওই মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান খান টিটুর নেতৃত্বে মশাল মিছিল বের করা হয়।
শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান খান টিটু বলেন, ‘আগামীকাল থেকে চতুর্থ দফায় দুই দিনব্যাপী অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়েছে। আন্দোলনকে ত্বরান্বিত করতে নেতা-কর্মীরা সব সময় রাজপথে অবস্থান করবেন।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের চোখ ফাঁকি দিয়ে অল্প সময়ে ঝটিকা মশার মিছিল করেছেন কিছুসংখ্যক নেতা-কর্মী। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন তাঁরা।’