হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে নারী আইনজীবীর মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এক নারী আইনজীবীর মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

মৃত ওই আইনজীবীর নাম আসমা আক্তার (৩০)। তিনি টঙ্গী পূর্ব থানা এলাকার মিরাশপাড়া এলাকার হাফিজ উদ্দিনের মেয়ে। গাজীপুর জজ কোর্টের আইনজীবী ছিলেন তিনি। 

পুলিশের উপপরিদর্শক (এসআই) আরফান আলী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আসমা আক্তার পেশায় একজন নারী আইনজীবী। আজ সোমবার সন্ধ্যায় আসমা নিজ কক্ষে ঢুকে কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে রাতে পরিবারের অন্য সদস্যরা তাঁকে ডাকাডাকি করেন। এ সময় তাঁর কোনো সাড়া না পেয়ে ওই কক্ষের দরজা খুললে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো তাঁর ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। 

পরে তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে মৃত্যুর খবরটি পুলিশকে জানানো হলে তারা হাসপাতাল থেকে আসমার মরদেহটি উদ্ধার করে। 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত