হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রেনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ৫

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ডাকাতি ও পাথর নিক্ষেপের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুরের টঙ্গী ও রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা। 

গ্রেপ্তারকৃতরা হলেন নেত্রকোনা জেলার রিপন মিয়া (২৩), গাজীপুরের রমজান হোসেন (২২), আসিফ দেওয়ান (২০), ভোলার আইমান (১৮) এবং নেত্রকোনা জেলার আলাউদ্দিন। তাঁরা সবাই টঙ্গী ও আশপাশের এলাকার বিভিন্ন বস্তিতে বাস করতেন। 

গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাকু, তিনটি খুর, একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে বলেও জানায় র‍্যাব। গত বৃহস্পতিবার রাতে একই ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা ও রেলওয়ে পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

র‍্যাব বলছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটিতে ঢিল ছুড়ে ডাকাতি ঘটনা ঘটে। এ সময় ট্রেনের স্টুয়ার্ডসহ (টিকিট দেখভাল করেন)  অন্তত পাঁচজন আহত হন। ছিনতাইয়ের ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও টঙ্গী পূর্ব থানা-পুলিশ টঙ্গীর রেলস্টেশনের আশপাশে অভিযান চালায়। এ সময় ৯ জনকে গ্রেপ্তার করে। পরদিন শুক্রবার ট্রেনের স্টুয়ার্ড গোপালচন্দ্র বাদী হয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব।  

র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হবে। পুলিশ তাঁদের আদালতে নিয়ে যাবে।’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত