হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎমিস্ত্রির মৃত্যু

শ্রীপুর (গাজিপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে মাসুম বিল্লাহ্ (২৮) নামের এক বিদ্যুৎমিস্ত্রি মারা গেছেন। তাঁর বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামে। গতকাল সোমবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নির্মাণাধীন কারখানায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘কয়েক বছর ধরে শ্রীপুরে থেকে একটি কারখানার ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন মাসুম বিল্লাহ্। গত সোমবার কারখানা বন্ধ থাকায় অতিরিক্ত টাকার জন্য ইবনে সিনার মালিকানাধীন নির্মাণাধীন ভবনে কাজ করতে যান। সেখানেই তিনি বিদ্যুতায়িত হন। পরে কারখানা কর্তৃপক্ষ ও সহযোগীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকিলা শাহরিন বলেন, ‘ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে রাতে পুলিশ হাসপাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।’ 

মাওনা অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তদন্ত করে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি