হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎমিস্ত্রির মৃত্যু

শ্রীপুর (গাজিপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে মাসুম বিল্লাহ্ (২৮) নামের এক বিদ্যুৎমিস্ত্রি মারা গেছেন। তাঁর বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামে। গতকাল সোমবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নির্মাণাধীন কারখানায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘কয়েক বছর ধরে শ্রীপুরে থেকে একটি কারখানার ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন মাসুম বিল্লাহ্। গত সোমবার কারখানা বন্ধ থাকায় অতিরিক্ত টাকার জন্য ইবনে সিনার মালিকানাধীন নির্মাণাধীন ভবনে কাজ করতে যান। সেখানেই তিনি বিদ্যুতায়িত হন। পরে কারখানা কর্তৃপক্ষ ও সহযোগীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকিলা শাহরিন বলেন, ‘ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে রাতে পুলিশ হাসপাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।’ 

মাওনা অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তদন্ত করে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০