হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মাদ্রাসার অধ্যক্ষ নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীতে কাভার্ডভ্যানের চাপায় মাদ্রাসার এক অধ্যক্ষ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে কাশিমপুর থানার জিতার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ কাভার্ডভ্যান জব্দ করতে পারলেও চালক পালিয়েছেন। 

নিহতের নাম আফসার আহমেদ (৫৫)। তিনি রংপুরের পীরগাছা এলাকার চালুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার আল হিকমা ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম। তিনি বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়েছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, আফসার আহমেদ আজ দুপুরে মহানগরীর কাশিমপুর এলাকার আল হিকমা ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা থেকে নিজের মোটরসাইকেলে করে স্থানীয় ভূমি অফিসে যান। সেখানে কাজ শেষে পুনরায় মোটরসাইকেল করে মাদ্রাসায় ফিরছিলেন। পথে জিতার মোড় এলাকায় পৌঁছালে ডিবিএল কোম্পানির বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাঁকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা