হোম > সারা দেশ > গাজীপুর

শিল্প পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় ৭ জন আটক, কারখানা বন্ধ

গাজীপুরের শ্রীপুরে শিল্প পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে আজ (সোমবার) থেকে বৃহস্পতিবার (১৮ মে) পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কারখানার মূল ফটক, প্রবেশদ্বার ও আশপাশের দেয়ালের অন্তত সাতটি স্থানে বন্ধের এ নোটিশ লাগানো হয়।

এতে বলা হয়েছে–অনিবার্য কারণবশত কারখানার সব কার্যক্রম বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১২ (১) অনুযায়ী ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত বন্ধ থাকবে। নোটিশটিতে স্বাক্ষর করেন কারখানার এইচ আর (অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) এর মহাব্যবস্থাপক শেখ আরিফ আহমেদ।

এর আগে গত শনিবার ডার্ড কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন শুরু করে। মালিকপক্ষের আশ্বাসে প্রথম দিন আন্দোলন স্থগিত করে তারা। পরদিন রোববার মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক হওয়ার কথা। যথাসময়ে বৈঠক না হওয়ায় আবার আন্দোলন শুরু করে শ্রমিকেরা।

পরে বিকেলের দিকে বৈঠক হলেও কোনো সমাধানে না আসায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁরা। এ সময় শিল্প পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। কারখানার মালিকপক্ষের কয়েকটি গাড়ি এবং ফায়ার সার্ভিসের গাড়িও ভাঙচুর করে শ্রমিকেরা। পরে কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

কারখানায় গিয়ে দেখা যায়, ফটকের আশপাশ ও ভেতরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছে। ফটকের পাশে কারখানার নিরাপত্তারক্ষীদের কক্ষে বসে আছেন কয়েকজন নিরাপত্তাকর্মী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘ডার্ড কম্পোজিট কারখানার শ্রমিকদের আন্দোলনে পুলিশের গাড়িতে আগুন লাগানোর দায়ে সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিল্প পুলিশের অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০