গাজীপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে রেলপুলিশ মরদেহটি উদ্ধার করে। এখন পর্যন্ত নিহত ওই নারীর নাম–পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর জয়দেবপুরে রেলওয়ে জংশন থেকে ১০০ গজ উত্তরে বিকেল সাড়ে ৫টার দিকে রেললাইন পার হচ্ছিলেন ওই নারী। এ সময় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সেই এলাকা অতিক্রম করছিল। কিন্তু ওই নারী রেললাইন থেকে দ্রুত নামতে না পারায় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, বিকেলে এক বৃদ্ধা নারী রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।