হোম > সারা দেশ > গাজীপুর

পোশাক কর্মী খুন: রক্তমাখা ছোরাসহ গ্রেপ্তার ২

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক রুবিনা খাতুন নিহতের ঘটনার দুই দিনের মাথায় দুই জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

নিহত পোশাক কর্মী রুবিনা খাতুন (২২) স্থানীয় শেনন সোয়েটার লিমিটেড কারখানায় ট্রিমিং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের নান্দাইল থানার কামালপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে নাঈম ইসলাম (২৩) এবং নীলফামারী জেলার ডোমার থানার নিজবুডাবুরী গ্রামের বাদল মিয়ার ছেলে রাকিবুল ইসলাম ইমন (২৩)। 

গতকাল শুক্রবার রাতে তাদের ময়মনসিংহ এবং গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন এতথ্য জানান।

স্থানীয়রা জানান, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে একটি অটোরিকশা যোগে অপর দুই যাত্রীর সঙ্গে রুবিনা কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল ব্রিজে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে চড়ে তিন যুবক অটোরিকশার সামনে এসে গতিরোধ করে। তারা অটোরিকশার নারী যাত্রীর কাছে তার হাতে থাকা মোবাইল দিয়ে দিতে বলে। কিন্তু ওই নারী মোবাইল দিতে অস্বীকার করলে যুবকেরা নারীর পিঠে এবং উরতে ছুরিকাঘাত করে হাতের মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন বলেন, ‘সিসিটিভি ফুটেজসহ তথ্য প্রযুক্তির সহায়তায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি চৌকস টিম পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার ময়মনসিংহ জেলাসহ গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে হত্যাকান্ডের সঙ্গে জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছোরা এবং একটি লাল রঙের পালসার মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০