হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে গণঅধিকারের এমপি প্রার্থীকে অপহরণের চেষ্টা

গাজীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরে গণঅধিকার পরিষদের নেতা আব্দুর রহমানকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

ঘটনাটি ঘটে গতকাল রোববার রাতে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বড়বাড়ি এলাকায়।

আহত আব্দুর রহমান জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি ও গাজীপুর-৬ আসনে জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ থেকে মনোনীত এমপি প্রার্থী।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাজেদুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে আব্দুর রহমান দৈনন্দিন কাজ শেষে বাসায় ফিরছিলেন। ফেরার পথে বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে অপহরণের চেষ্টা চালায়।

এ সময় দুর্বৃত্তরা আব্দুর রহমানকে জোর করে একটি হায়েজ মাইক্রোবাসে ওঠানোর চেষ্টা করছিল। কিন্তু তিনি মাইক্রোবাসে উঠতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাঁকে টেনেহিঁচড়ে অনেক দূর নিয়ে যায়। একপর্যায়ের সেখানে পুলিশের টহল গাড়ি দেখে মাইক্রোবাসে ঝুলন্ত অবস্থা থেকে আব্দুর রহমানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দিয়ে মাইক্রোবাসটি দ্রুতগতিতে চলে যায়।

মাজেদুর রশীদ আরও বলেন, আব্দুর রহমানকে হত্যার জন্য এ হামলা চালানো হয়েছে। তাঁরা এ ঘটনার নিন্দা জানান এবং অবিলম্বে দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ আহত অবস্থায় আব্দুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা