হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে রহস্যজনক বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ

গাজীপুর প্রতিনিধি

ফাইল ছবি

গাজীপুরে রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর গাছা থানাধীন হারিকেন ডেগেরচালা এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দগ্ধরা হলেন মো. হারিজ (৫৫), তাঁর স্ত্রী আয়শা খাতুন ও তাঁদের সন্তান মাইদুল।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ তিনজন দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে তারা দগ্ধ হয়েছেন, তার কারণ জানাতে পারেননি তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহানগরীর ডেগেরচালা এলাকায় ভাড়া বাসায় হারিজ নামে দগ্ধ ওই ব্যক্তি স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। বাসার সবাই সকালে ঘুমাচ্ছিল। হঠাৎ সকাল সাড়ে ৬টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ওই শব্দের পরপর আশপাশের লোকজন নিজেদের ঘর থেকে বের হয়ে দেখেন তিনজন দগ্ধ হয়েছেন। পরে দ্রুত তাঁরা অ্যাম্বুলেন্স করে তাদের হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে তাঁরা ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তবে তাঁদের রুমে কোনো গ্যাসের সিলিন্ডার ছিল না, বিদ্যুৎ সংযোগও ঠিক রয়েছে। বিস্ফোরণে রুমের দরজা, জানালা ভেঙে গেছে। মশারি ও বাচ্চার স্কুলের ব্যাগের কিছু অংশ পুড়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে গাছা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল বলেন, তিনজন দগ্ধ হয়েছেন, তাঁদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। তবে, কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যাচ্ছে না। তাঁদের রুমের টিভি, ফ্রিজ ও বিদ্যুৎ লাইন ঠিক রয়েছে। রুমে গ্যাসের লাইন বা সিলিন্ডারও ছিল না। দগ্ধদের সঙ্গে কথা হলে আসল ঘটনা জানা যাবে।

ওসি আলী মোহাম্মদ বলেন, ‘ঘটনার কারণ জানার চেষ্টা করছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা