হোম > সারা দেশ > গাজীপুর

জিসিসির উচ্ছেদ অভিযানে ১২০ কোটি টাকার জমি উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

টঙ্গীর মেঘনা মাঠের পূর্ব পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা বুধবার বিকালে উচ্ছেদ করে গাজীপুর সিটি করপোরেশন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর টঙ্গীর মেঘনা মাঠের পূর্ব পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা বুধবার বিকেলে উচ্ছেদ করেছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। উদ্ধার করা জমির পরিমাণ ২৪২ শতাংশ, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১২০ কোটি টাকা।

উচ্ছেদ ও সরকারি জমি উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। তাঁকে সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মু. আশরাফ হোসেনসহ করপোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।

অবৈধভাবে দীর্ঘদিন ধরে দখল করে রাখা এলাকাটি মাদকের আখড়া ও অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল। উদ্ধার করা জমিতে স্থানীয়দের খেলার মাঠ ও একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ বলেন, ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয় অধিবাসীদের সামাজিক পরিবেশ উন্নয়ন, এলাকার অপরাধ প্রবণতা বৃদ্ধি রোধকল্পে এই অভিযান চালানো হয়। এটি শুধু অবৈধ দখলদারত্বের অবসান নয়, বরং একটি নতুন সামাজিক কল্যাণমূলক কাজের সূচনার যাত্রা।

শরফ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘উদ্ধার জমিতে স্থানীয় শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য একটি প্রাথমিক বিদ্যালয় এবং তাদের জন্য একটি খেলার মাঠ গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্য, শিশুরা মাদক ও অপরাধমুক্ত পরিবেশে বড় হোক এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে উঠুক।’

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দিক বিবেচনায় রেখে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর জন্য ধাপে ধাপে পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ