হোম > সারা দেশ > গাজীপুর

 চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

চাকরির প্রলোভন দেখিয়ে গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৩১ জানুয়ারি টঙ্গীর বিসিক এলাকায় এ ঘটনা ঘটলে নির্যাতিতা ওই নারী আজ বৃহস্পতিবার সকালে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় রাজশাহী জেলার বাগা থানার কিশোরপুর গ্রামের খোকনের ছেলে মামুন (২৩) হাসান (২৩), হক মৃধা (৩০), কবিরকে (৩১) অভিযুক্ত করা হয়েছে। 

পুলিশ ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

পুলিশ জানায়, নির্যাতিতা ওই নারীর সঙ্গে পূর্বপরিচিত ছিল অভিযুক্ত মামুন। ওই নারী মামুনের কাছে একটি পোশাক কারখানায় চাকরি দিয়ে দিতে বলে। চাকরি দেওয়ার কথা বলে ফোন করে রাজশাহী জেলার নিজ বাড়ি থেকে ওই নারীকে টঙ্গীতে আসতে বলেন মামুন। পরে ৩১ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে ওই নারী টঙ্গীতে আসে। পরে তাঁকে একটি কারাখানায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনাটি ধামাচাপা দিতে ওই নারী রাজশাহীতে পাঠিয়ে দেয় অভিযুক্তরা। ঘটনার প্রায় দুই মাস পরে আজ বৃহস্পতিবার সকালে ওই নারী টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন।

নির্যাতিতা ওই নারী বলেন, বিষয়টি কাউকে না জানাতে মামুন আমাকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। আজ মামলা করেছি। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাসুদ বলেন, মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব