হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণায় দিনব্যাপী কর্মবিরতি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ায় গাজীপুরের টঙ্গীতে দিনব্যাপী কর্মবিরতি ও বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গীর বিসিক এলাকার বেলীসিমা অ্যাপারেলস লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। 

কারখানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিভিন্ন পদে থাকা আট শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ। এরপর কারফিউ জারি হলে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়। আজ বুধবার কারখানা খোলার ঘোষণা পেয়ে কাজে যোগ দেন কারখানাটির ৫ শতাধিক শ্রমিক। পরে সকাল ৯টার দিকে ওই আট শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণার প্রতিবাদে কারখানা প্রধান ফটকে অবস্থান বিক্ষুব্ধ শ্রমিকেরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের কারখানার ভেতরে অবস্থান নিতে অনুরোধ জানায়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় ফিরে এসে দিনভর কর্মবিরতি পালন করে। পরে শ্রমিকেরা বিকেল ৫টার দিকে কারখানা ছেড়ে চলে যায়। 

তবে এ ঘটনায় বেলীসিমা অ্যাপারেলস লিমিটেড কারখানার কোনো কর্মকর্তা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। 

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, কয়েকটি অভিযোগ এনে কারখানা কর্তৃপক্ষ ওই আটজন শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল। এতে অন্যান্য শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উঠে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে।

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার