হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ২ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। তাঁরা আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সড়ক দুটি অবরোধ করে প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ করেন।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, মহানগরীর বাসন সড়ক এলাকায় আলেমার টেক্সটাইল লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকদের অনেকের তিন মাসের বেতন বকেয়া। এখানে নিয়মিত বেতন দেওয়া হয় না, মাসের বেতন একসঙ্গে না দিয়ে কিস্তিতে দেওয়াসহ বিভিন্ন সমস্যা রয়েছে।

এসব সমস্যা সমাধানের দাবিতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় দুই মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কারখানার শ্রমিক আলম বলেন, মালিকপক্ষ শ্রমিকদের নিয়মিত বেতন দেয় না। বেতন ভেঙে ভেঙে দেওয়া হয়। এসব কারণে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে সেনাবাহিনী, মহানগর পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে আধা ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘একটি পোশাক কারখানার শ্রমিকেরা কিছু সময়ের জন্য ভোগড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে আমরা তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হই এবং যান চলাচল শুরু হয়।’

পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে এক পাশে যানজট ও অন্য পাশ খালি। ছবি: আজকের পত্রিকা

পুলিশ সুপার আরও বলেন, ‘ঈদ সামনে রেখে আমরা তৎপর রয়েছি। আমরা শ্রমিকদের যেকোনো ন্যায়সংগত দাবি আদায়ের পক্ষে। কিন্তু এ কারণে সড়ক- মহাসড়কসহ কোথাও মানুষের কোনো ধরনের ভোগান্তি যাতে না হয় সে বিষয়ে সচেষ্ট রয়েছি।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি