হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মো. সেলিম (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে টঙ্গীর কেরানীটেক বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহত সেলিম নরসিংদীর শিবপুর উপজেলার নোয়াদিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে ওই এলাকার বকুলের বাড়িতে ভাড়া থাকতেন।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) এম সাফায়েত ওসমান হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। 

পুলিশ জানায়, সেলিম পেশায় একজন বাবুর্চি। আজ বৃহস্পতিবার ভোরে কেরানীটেক বস্তি এলাকায় তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে সেলিমের স্ত্রী বৃষ্টি তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে সেলিমের মৃত্যু হয়। পরে হাসপাতাল থেকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে যায়।

সেলিমের স্ত্রী বৃষ্টি আক্তার বলেন, ‘স্থানীয় যুবক রনি ও খালেকের সঙ্গে আমার স্বামীর বিরোধ ছিল। আজ ভোরে রনির মায়ের ঘরের সামনে আমার স্বামীকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় কয়েকজন। পরে খবর পেয়ে আমার স্বামীকে হাসপাতালে নিয়ে আসি। সকালে তার মৃত্যু হয়েছে। আমি মামলা করব।’

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ইমরান আহমেদ বলেন, গুরুতর আহত অবস্থায় সেলিম নামের এক যুবককে আনা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ