হোম > সারা দেশ > গাজীপুর

জয়দেবপুর জংশন থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেল জংশন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে জয়দেবপুর জংশনের পশ্চিম পাশের এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে ছিলেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির পরনে ছিল আকাশি রঙের জামা ও লুঙ্গি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, আজ দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকা থেকে স্থানীয়রা ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। ময়নাতদন্ত ছাড়া তাঁর মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। তাঁর শরীরে আঘাতের কোনো আলামত পাওয়া যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, ‘লোকমুখে শুনেছি, একজন অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে।’

জয়দেবপুর স্টেশন ফাঁড়ির ইনচার্জ রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনা শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ