হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ব্যবসায়ীর স্বর্ণালংকার-টাকা লুটে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে পলায়ন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের চেষ্টা করে ডাকাতেরা। এ সময় তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতের দল ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবারা রাতে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী ও তাঁর ছেলে গুরুতর জখম হয়েছেন। তাঁরা দুজন হলেন কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী মো. মানিক মিয়া (৪৮) ও তাঁর ছেলে সৌরভ হোসেন (১৯)।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীর স্বজনেরা বলেন, মানিক মিয়া দীর্ঘদিন ধরে উপজেলার সফিপুর বাজারের সিটি মার্কেটে স্বর্ণের ব্যবসা করে আসছেন। তাঁর প্রতিষ্ঠানের নাম সোনিয়া জুয়েলার্স। নিরাপত্তার কথা চিন্তা করে দিন শেষে দোকানের স্বর্ণালংকার ও টাকা বাড়ি নিয়ে যান। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দোকানের স্বর্ণালংকার ও টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। বাড়ির কাছেই আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ডাকাত সদস্যরা ছেলেসহ তাঁকে কুপিয়ে জখম করে।

এ সময় তাঁদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। পরে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী মো. মোস্তফা কামাল বলেন, ব্যবসায়ী মানিক তাঁর বাড়ির কাছে পৌঁছালে পাঁচ-ছয়জন ডাকাত হামলা চালায়। ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ব্যবসায়ীর ওপর হামলা চালালেও স্বর্ণালংকার লুট করতে পারেনি দুষ্কৃতকারীরা। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা