হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে যুবকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে মারধরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা কেওয়া পশ্চিম খন্ড এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের স্বীকার ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম নাঈম (১৯)। তিনি উপজেলা মাওনা চৌরাস্তার বেগুন বাড়ি আবাসিক এলাকার সাফিয়ার ছেলে। 

ওই স্কুলের প্রধান শিক্ষক মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় তিন মাস যাবৎ অভিযুক্ত নাঈম ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। আজ সকালে স্কুলে আসার পথে নাঈম ওই ছাত্রীকে রাস্তা থেকে টানা হিঁচড়া করে একটি নির্জনস্থানে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যান। ওই ছাত্রী অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন। 

স্কুলছাত্রীর মা বলেন, ‘ছেলের পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে কয়েকবার। ওঁরা বলছিল তাঁদের ছেলের সঙ্গে আমার মেয়ের প্রেমের সম্পর্ক। কিন্তু মেয়ে ওই ছেলেকে চিনে না বলে আমাকে জানায়। আমার মেয়ে আমাকে জানিয়েছে ওই ছেলে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করত। আমরা স্থানীয় বাসিন্দা না হওয়ার কারণে ভয়ে তেমন কিছু করিনি। এখন নিরুপায় হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।’ 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। ওই যুবকে ধরতে অভিযান চলছে। তাঁকে ধরে আইনের আওতায় আনা হবে। 

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি