হোম > সারা দেশ > গাজীপুর

কালীগঞ্জে বাস-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১০

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বাস ও দুই অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে গাজীপুর-আজমতপুর-ইটাখোলার বাইপাস সড়কের দুবুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছেন স্থানীয়রা। 

এসআই জানান, সকালে নরসিংদী মাধবদী আন-নূর একাডেমির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে ৪৫ জন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক নিয়ে একটি বাস গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে যাচ্ছিল। পথে গাজীপুর-আজমতপুর ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের দুবুরিয়া চৌরাস্তায় পৌঁছালে বাস, অটো ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। কালীগঞ্জ উপজেলার পুনসহি ও নুরুন উচ্চবিদ্যালয়ের ৬ শিক্ষার্থী, অভিভাবক ও অটো চালকসহ ১০ জন আহত হয়। ওই শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। 

এসআই আরও জানান, গুরুতর আহত অবস্থায় নরুন উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী মায়মুনা ও তার মা হারিছাকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাকি পরীক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশ নেয়। তাদের সবার নাম জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা