হোম > সারা দেশ > গাজীপুর

বকেয়া টাকার দাবিতে কারখানা মালিকের বাড়ি ঘেরাও পোশাকশ্রমিকদের 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বকেয়া টাকার দাবিতে প্রতিষ্ঠানের মালিকের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন টঙ্গীর একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে এ বিক্ষোভ করেন শ্রমিকেরা। সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা বাড়িটির সামনে অবস্থান করেন। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা কারখানার মালিকের বাড়ির সামনে অবস্থান করেছে বিকেল পর্যন্ত। পরে সন্ধ্যার দিকে কিছু শ্রমিক চলে যায়।’ 

কারখানা সূত্রে জানা যায়, আন্দোলনকারী প্রায় আড়াই হাজার শ্রমিক টঙ্গীর ‘সিজন ড্রেসেস লিমিটেড’ নামক কারখানার। বকেয়া বেতনের টাকার দাবিতে সকাল থেকে কারখানার মালিকের বাড়ি ঘেরাও করেন শ্রমিকেরা। মালিক মো. বাকের চৌধুরী উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি বাসায় থাকেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা বাড়িটির সামনে অবস্থান করেন। 

আরও জানা যায়, পবিত্র ঈদুল আজহার ছুটির আগে মে মাসের বেতন–ভাতা নিয়ে গড়িমসি করে কারখানা কর্তৃপক্ষ। এ নিয়ে কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়, শ্রমিকেরা আন্দোলনে নামেন। একপর্যায়ে বাধ্য হয়ে মে মাসের অর্ধেক বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ। 

ঈদের ছুটি শেষে গত ২৬ জুন কারখানা খোলা হয়। কিন্তু কারখানায় আসছেন না মালিক বা কর্তৃপক্ষের কেউ। শ্রমিকদেরও কোনো কাজ দেওয়া হচ্ছে না। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কয়েক দিন ধরেই বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন শ্রমিকেরা। কিন্তু তারপরও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী কয়েকজন বলেন, ‘কারখানাটিতে আমরা প্রায় ২০০ জন স্টাফ (কর্মকর্তা) রয়েছি। সাধারণ শ্রমিকদের সঙ্গে আমাদেরও মে ও জুনের পূর্ণ বেতন ও ঈদ বোনাস বাকি। তাই আজ আন্দোলন করছি।’ 

এ বিষয়ে কারখানার মালিক মো. বাকের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা মে মাসের ১৫ দিনের বেতন পাবে। আমি অর্থনৈতিক সংকটে পড়েছি। ব্যাংক থেকে লোন (ঋণ) নিয়ে এ মাসেই শ্রমিকদের বেতন পরিশোধ করব। আর জুনের বেতন দেব জুলাইয়ের শেষের দিকে।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি