হোম > সারা দেশ > গাজীপুর

বহিরাগতদের দিয়ে শ্রমিক মারধরের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে বহিরাগতদের দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে বিক্ষোভ ও অবস্থান করেছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া বাজারের পাশে ক্যাটেক্স ফ্যাশন ক্লথিং নামক একটি কারখানায় ওই ঘটনা ঘটে।

খুকি আক্তার নামে এক নারী শ্রমিক জানান, কারখানায় ১৫ দিন কাজ করার পর প্রশাসনিক বিভাগে নতুন কর্মকর্তা যুক্ত হয়। এরপর থেকে আমাদের বিনা নোটিশে বেতন-ভাতা না বুঝিয়ে দিয়ে কারখানা থেকে বের করে দেয়। বহিরাগত স্থানীয় আমিনুল ইসলামকে দিয়ে মারধর করে। এতে আমিসহ কারখানার আরও অনেক শ্রমিক আহত হয়েছে।’

আরেক শ্রমিক জাহাঙ্গীর আলম বলেন, ‘বহিরাগতরা আমাদের অনেক মারধর করছে। বেশি বাড়াবাড়ি করলে আমাদের হাত-পা ভেঙে দেবে বলে হুমকি দিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে।’

ক্যাটেক্স ফ্যাশন ক্লথিং কারখানার সিনিয়র অ্যাডমিন ম্যানেজার আমিনুল ইসলাম রূপক বলেন, ‘আমি কারখানায় নতুন যোগদান করেছি। শ্রমিকদের লিখিত আবেদন করতে বলা হয়েছে। আবেদন পেলে ঈদের আগে তাঁদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।’ শ্রমিকদের মারধর করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শ্রমিকদের সঙ্গে কথা বলে চলে যাওয়ার পর কিছু হয়ে থাকলে বলতে পারব না।’

এদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘এ বিষয়ে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, শ্রমিকদের মারধর করার কোনো সুযোগ নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ