হোম > সারা দেশ > গাজীপুর

নিখোঁজের ৪ দিন পর শালবন থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের চার দিন পর এক শিশুর অর্ধগলিত মরদেহ শালবন থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার পেংগাবহ গ্রামে এ ঘটনা ঘটে। 

মরদেহ উদ্ধারের বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

নিহত শিশুর নাম আল আরাফাত (১২)। সে কালিয়াকৈর উপজেলার পেংগাবহ গ্রামের মো. আকাশ মিয়ার ছেলে। আরাফাত কাঁচিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। 

পুলিশ ও স্বজনেরা জানান, গত শনিবার সকাল ১০টার দিকে আরাফাত খেলাধুলার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে সে ফিরে আসেনি। সম্ভাব্য স্থানে স্বজনেরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ঘটনার পরদিন গত রোববার আরাফাতের বাবা কালিয়াকৈর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গতকাল বিকেলে পেংগাবহ গ্রামের শালবন থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। 

ওসি নাসিম বলেন, ‘নিখোঁজ হওয়ার চার দিন পর শিশু আরাফাতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য