হোম > সারা দেশ > গাজীপুর

নিখোঁজের ৪ দিন পর শালবন থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের চার দিন পর এক শিশুর অর্ধগলিত মরদেহ শালবন থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার পেংগাবহ গ্রামে এ ঘটনা ঘটে। 

মরদেহ উদ্ধারের বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

নিহত শিশুর নাম আল আরাফাত (১২)। সে কালিয়াকৈর উপজেলার পেংগাবহ গ্রামের মো. আকাশ মিয়ার ছেলে। আরাফাত কাঁচিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। 

পুলিশ ও স্বজনেরা জানান, গত শনিবার সকাল ১০টার দিকে আরাফাত খেলাধুলার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে সে ফিরে আসেনি। সম্ভাব্য স্থানে স্বজনেরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ঘটনার পরদিন গত রোববার আরাফাতের বাবা কালিয়াকৈর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গতকাল বিকেলে পেংগাবহ গ্রামের শালবন থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। 

ওসি নাসিম বলেন, ‘নিখোঁজ হওয়ার চার দিন পর শিশু আরাফাতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কাশিমপুর কারাগার থেকে ২৫ বছর পর মুক্তি পেলেন পাকিস্তানি রইস খান

শ্রীপুরে মধ্যরাতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ৯টি কক্ষ পুড়ে ছাই

কালিয়াকৈরে দুই দিনে পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক অসুস্থ, বন্ধ ঘোষণা

গাজীপুরের শ্রীপুর: দখলের কবলে সুতিয়া মোহনা-চরে প্রাচীর

তুরাগতীরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জোড় ইজতেমা

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৮০ কক্ষ পুড়ে ছাই

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে ‌আতঙ্কে ফের অর্ধশতাধিক পোশাককর্মী অসুস্থ

শ্রীপুরে টিকিট কেটে কমলাবাগান দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শ্রীপুরে ট্রাকচাপায় কিশোর নিহত