হোম > সারা দেশ > গাজীপুর

বিডিআর বিদ্রোহ কাশিমপুর কারাগার থেকে জামিন পেলেন ২৭ জন

গাজীপুর প্রতিনিধি

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে স্বজনদের সঙ্গে একজন। ছবি: আজকের পত্রিকা

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আরও ২৭ জন জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে তাঁরা কারামুক্ত হন। এ সময় কারা ফটকে অপেক্ষায় ছিলেন তাঁদের স্বজনেরা।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ও কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন জেল সুপার মোহাম্মদ আল মামুন। তিনি জানান, মুক্তিপ্রাপ্তদের মধ্যে হাই সিকিউরিটি কারাগার থেকে ১২ জন, পার্ট-১ থেকে ৫ জন এবং পার্ট-২ থেকে ১০ জন রয়েছেন।

কারা সূত্রে জানা যায়, গেল সোমবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) বিচারক ইব্রাহীম মিয়া বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৪০ জনের জামিন মঞ্জুর করেন।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫ জন, পার্ট-২ থেকে ১০ জন এবং হাই সিকিউরিটি কারাগার থেকে ১১ জন মুক্তি পান। এর আগে মঙ্গলবার একই মামলায় আরও এক সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্ত হন।

জামিন পাওয়া এসব আসামির মধ্যে অনেকেই পূর্বে হত্যা মামলায় খালাস পেয়েছিলেন। এর আগে ১৭৮ জন বিস্ফোরক মামলায় জামিন পেয়েছিলেন। সব মিলিয়ে এ মামলায় জামিন পাওয়ার সংখ্যা দাঁড়াল ২১৮।

জামিনে মুক্তি পেয়ে সাবেক বিডিআর সদস্য ও তাদের স্বজনেরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

জেল সুপার আল মামুন জানান, বুধবার বিকেলে ২৭ জনের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার সকালে তাঁদের মুক্তি দেওয়া হয়।

শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন সহযোগীরা

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১