গাজীপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। আজ মঙ্গলবার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে মোট ৭৪ জন রোগী ভর্তি আছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ৩ জনসহ ডেঙ্গু আক্রান্ত মোট ভর্তি রয়েছে ২৮ জন। এ ছাড়া টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে এখানে চিকিৎসা নিচ্ছে ৪৬ জন রোগী।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. শাহীন বিকেলে বলেন, ‘এ হাসপাতালে দিন দিন ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা বাড়ছে। এখানে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য আলাদা ডেঙ্গু কর্নার রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ৩ জনসহ মোট ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এখানে হাসপাতালের ৮ম তলায় ৮২০ ও ৮২১ নম্বর ওয়ার্ড পুরুষ রোগী এবং সপ্তম তলায় ৭২৮ নম্বর ওয়ার্ড নারী (ডেঙ্গু) রোগীর জন্য ব্যবহৃত হচ্ছে। মঙ্গলবার ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।’
সহকারী পরিচালক মো. শাহীন আরও জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের ভর্তি রোগীর অধিকাংশ গাজীপুর মহানগরীর কোনাবাড়ি, কড্ডা, ভূরুলিয়া, বাইপাইলসহ আশপাশের এলাকার রোগী।
এদিকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন জানান, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৩ জনসহ ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘টঙ্গী হাসপাতালে ভর্তিদের অধিকাংশ গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী, পূবাইল, কামারপাড়া, মাছিমপুর ও আউচপাড়া এলাকার রোগী।’