হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মো. ইদ্রিস আলী (৪৯) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত জাহাঙ্গীরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে টঙ্গীর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জাহাঙ্গীর দিনাজপুরের খানসামা উপজেলার কায়েমপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি টঙ্গীর মিরাশপাড়া এলাকায় শাহিনের বাড়িতে ভাড়া থাকতেন।

আজ বেলা ৩টার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) মো. আলমগীর হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর রাত ১টার দিকে পূর্ব আরিচপুর ভূঁইয়াপাড়া এলাকার একটি পরিত্যক্ত কক্ষে ইদ্রিস ও তাঁর কয়েকজন বন্ধুকে বসে থাকতে দেখে স্থানীয়রা। পরদিন সকালে ওই কক্ষে ইদ্রিসের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতে ইদ্রিসের ছোট ভাই এরশাদ হোসেন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, ইদ্রিস আলী ও জাহাঙ্গীর দুজন বন্ধু ছিলেন। আজ মঙ্গলবার ভোরে জাহাঙ্গীরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর স্বীকার করেছেন। জাহাঙ্গীর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডে চাওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ ও পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি